parbattanews

বান্দরবানে ছিনতাইকারীদের হামলায় ৩ পর্যটক আহত

ছিনতাই6978.jpeg_3852.ছিনতাই6978

নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানে ছিনতাইকারীদের হামলায়  ৩ পর্যটক আহত হয়েছেন। মেঘলা পর্যটন কেন্দ্রে  শুক্রবার বিকেলে মুখোশ পরা ধারালো অন্ত্রধারী ছিনতাইকারীরা পর্যটকদের কাছ থেকে মোবাইল সেট, নগদ টাকা ও ক্যামেরা ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারীদের হামলায় তিন পর্যটক আহত হয়। আহত পর্যটকদের পরে জেলা শহরে চিকিৎসা দেয়া হয়। আহতরা হলো আবুল বাশার (৩৩), শরিফুল ইসলাম (২৯) ও মামুন হাসান (৩২)। এদের মধ্যে মামুন হাসান ঢাকা ও অপর দুজন চট্টগ্রাম থেকে বান্দরবানে বেড়াতে আসেন।

স্থানীয় সূত্রে জানাযায়, তিন পর্যটক মেঘলা পর্যটন কেন্দ্রের চিড়িয়াখানার পাশের পাহাড়ে ভ্রমনে গেলে সেখানে ওৎপেতে থাকা ছিনতাইকারীরা সবকিছু ছিনিয়ে নেয়। আহত মামুন জানান, ঘুরাফেরা করার সময় হঠাৎ ৩/৪ জন অস্ত্রধারী ছিনতাইকারী সব কিছু কেড়ে নেয়। বাঁধা দিতে গেলে হামলায় আহত হন তারা।

ঘটনার পর মেঘলা পুলিশ ক্যাম্প থেকে পুলিশ গেলেও ছিনতাইকারীরা পালিয়ে যায়। পর্যটকরা অভিযোগ করে বলেছেন বান্দরবানের পর্যটন কেন্দ্র গুলো খুবই সুন্দর হলেও কিছু কিছু এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে। এর আগেও পর্যটকরা ছিনতাইকারী ও সন্ত্রাসীদের হামলার কবলে পড়েছে।

Exit mobile version