parbattanews

বান্দরবানে ছয় কৃতি সন্তানকে নাগরিক সংবর্ধনা

 

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের ছয় কৃতি সন্তানকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেলে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক দীপ্তি কুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মকছুদুল আমিন।

শিক্ষা জীবন শেষে নিজেদের মেধায় সফলভাবে কর্মজীবনে প্রবেশ করে বান্দরবানবাসীর সারা দেশে মুখ উজ্জ্বল করেছে এ উপলক্ষ্যে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত ব্যক্তিদের মধ্যে ব্যারিস্টার বোচ হাই অস্ট্রেলিয়ায় আইন বিষয়ে লেখাপড়া করে সেই দেশের সুপ্রিম কোর্ট অব ভিক্টোরিয়ায় আইনজীবী (ব্যারিস্টার) হিসেবে নিবন্ধিত হয়েছেন। মংচিংনু মারমা ৩৬তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে মনোনীত, আসাদ উদ্দিন মো. আসিফ ও মাহমুদুল হক সানি ১০ম জুডিসিয়াল সার্ভিসে সহকারী জজ, মুহাম্মদ তোফাজ্জল হোসেন ৩৬তম বিসিএস-এ কৃষি ক্যাডারে এবং জয়দেব কর্মকার সাধারণ শিক্ষা ক্যাডারে মনোনীত করেছে সরকার।

অনুষ্ঠানে সেখানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Exit mobile version