parbattanews

বান্দরবানে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

সারা দেশের ন্যায় বান্দরবানও খাওয়ানো হচ্ছে কৃমিনাশক ট্যাবলেট। ৫-১৬ বছর বয়সী সকল শিশু এ সুবিধা পাচ্ছে। পুরো বান্দরবান জেলায় ১ লাখ ২৪ হাজার ২শ’ ৩ জনকে এ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

শনিবার (৬ এপ্রিল) সকাল থেকে বান্দরবানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে কৃমিনাশক ঔষুধ খাওয়ানো হচ্ছে। ৬-১১ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলবে।

কৃমি সপ্তাহের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন অংসুই প্রু মারমা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা অংচালু, সহকারী পুলিশ সুপার রেজওয়ান, স্যাপলিং ও হেলেন কেলার কর্মকর্তাগণ।

Exit mobile version