parbattanews

বান্দরবানে জাতীয় বিশ্ব ম্যালেরিয়া দিবসের মূল আয়োজন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

‘চিরতরে ম্যালেরিয়া হোক অবসান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো বান্দরবানে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানান, বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবসের জাতীয় অনুষ্ঠান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি এবং বিশেষ অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি ও  স্বাস্থ্য বিভাগের সচিব সিরাজুল হক খান, স্থাস্থ্য অধিদফতরের ঢাকা কার্যালয়ের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত থাকার কথা রয়েছে।

সূত্র যায়, ৬৪ জেলার মধ্যে বান্দরবান ম্যালেরিয়ার জন্য অতি ঝুঁকিপূর্ণ জেলা। বিষয়টি বিবেচনা করে এবার বিশ্ব ম্যালেরিয়া দিবস বান্দরবানে উদযাপন করা হবে ২৫ এপ্রিল। দিবসটি উপলক্ষে বান্দরবান সিভিল সার্জন কার্যালয় র‌্যালি, স্বাস্থ্য ক্যাম্প ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এছাড়া চারিদিকে পরিস্কার পরিচ্ছন্ন, সিবিল সার্জন কার্যালয় ও দেয়ালে রং করতে দেখা গেছে।

Exit mobile version