parbattanews

বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

স্টাফ রিপোর্টার:
‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’ এ স্লোাগানকে সামনে রেখে বান্দরবানে আলোচনা সভা ও র‌্যালীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।

মঙ্গলবার মৎস অধিদপ্তর ও জেলা পরিষদের সহায়তায় বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলানায়তনে শেষ হয়। উপজেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

মৎস্য বিভাগীয় দায়ীত্ব প্রাপ্ত সদস্য লক্ভিষ পদ দাশের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ক্যহ্লাখয়, কৃষি বিভাগের উপ-পরিচালক আলতাফ হোসেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

৩ জুলাই জেলা পরিষদ মিলনায়তনে মৎসচাষীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Exit mobile version