parbattanews

বান্দরবানে জাতীয় যুবদিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

DSC07964

মো: কামরান ফারুক, বান্দরবান:
‘প্রশিক্ষিত যুব শক্তি, উন্নয়নের দৃঢ় ভিত্তি’ -এ শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তর, বান্দরবান এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
বর্ণাঢ্য র‌্যালিটি বান্দরবানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউট প্রাঙ্গনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউট অডিটরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর উশৈসিং এমপি।  
এতে আরও বক্তব্য রাখেন, বান্দরবান জেলা প্রশাসক কে.এম তারিকুল ইসলাম, বান্দরবান পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, জেলা পরিষদ সদস্য কাঞ্চনজয় তংচঙ্গ্যা, মহিলা বিষয়ক কর্মকর্তা নিভা হক, যুব উন্নয়ন অধিদপ্তরের ডিডি এনামুল হক প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বাংলাদেশের মত দরিদ্র দেশের সার্বিক উন্নয়নে যুবসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। দেশের প্রতিটি উন্নয়ন কাজে যুবসমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই যুব সমাজকে দেশের কাজে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান তিনি।

সভায় বান্দরবান পার্বত্য জেলার যুবকদের মাঝে যুব ঋণের চেক প্রদান ও যুব উন্নয়নের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হয়।

Exit mobile version