parbattanews

বান্দরবানে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

https://mail-attachment.googleusercontent.com/attachment/?ui=2&ik=189bda043a&view=att&th=141fd9236288cb2d&attid=0.2&disp=inline&realattid=f_hnb9zg8d1&safe=1&zw&saduie=AG9B_P9IBagWPJpy7aRKXzWJg_jG&sadet=1382942804781&sads=45prTI97f_C2vawsNtgq1hF8Qwc

মোঃ কামরান ফারুক, বান্দরবান:

জাতীয় স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে বান্দরবানে র‌্যালি ও শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় বান্দরবান জেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বান্দরবান বিভাগের  যৌথ আয়োজনে জেলা প্রশাসন প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র‌্যালি বান্দরবান শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এসময় জেলা প্রশাসক এবং র‌্যালিতে উপস্থিত অতিথিবৃন্দ শহরের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা আবর্জনা নিজ হাতে তুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন।

বান্দরবান জেলা প্রশাসক কে. এম তারিকুল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) ইশরাত জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়েজ আহমদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মনজেল হোসেন, বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম, কুহালং ইউপি চেয়ারম্যান সানুপ্রু মার্মা, রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যচিং প্রু, সেভ দ্যা চিলড্রেন পরিচালক শাকিব উদ্দীন প্রমূখ।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক কে. এম. তারিকুল ইসলাম বলেন, বান্দরবান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের। শুধুমাত্র স্যানিটেশন মাসে নয়, সারা বছরই নিজ নিজ স্থান, আশ পাশের এলাকা ও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সুন্দর এ পর্যটন শহরকে সাজিয়ে তুলতে হবে।

Exit mobile version