parbattanews

বান্দরবানে জেএসএস’র ৮ নেতাকর্মী কারাগারে

বান্দরবানে চাঁদাবাজি মামলায় জনসংহতি সমিতির ৮ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

রবিবার (১২ জানুয়ারি) সকালে বান্দরবান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুন্নাহার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আসামীরা হলো- জেএসএস কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কেএসমং মার্মা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জলি মং, আইন বিষয়ক সম্পাদক সাধুরাম ত্রিপুরা মিল্টন, বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক ক্যাবা মং, সাংগঠনিক সম্পাদক শম্ভু কুমার তঞ্চঙ্গ্যা, অংথোয়াইচিং মার্মা, মংপু মার্মা, চাইহ্লা মার্মা।

আসামী পক্ষের আইনজীবী উবাথোয়াই মারমা বলেন, চাঁদাবাজির দুই মামলায় পুলিশের চার্জশিট দেওয়া পর্যন্ত আসামিদের অন্তবর্তীকালীন জামিনে ছিল। আদালতে পুলিশ রোববার চার্জশিট দাখিল করায় আসামীদের স্থায়ী জামিন আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী।

জানা যায়, ২০১৬ সনে বান্দরবান সদর থানার দুটি চাঁদাবাজি মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। এতোদিন আসামীরা উচ্চ আদালতের জামিনে ছিলেন। আসামীরা রবিবার নিম্ন আদালতে হাজিরা দিতে আসলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Exit mobile version