parbattanews

বান্দরবানে জেলা যুবদলের ৪নেতাকর্মী বহিস্কার

বান্দরবান জেলা যুবদলের ৪ নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। জেলা যুবদল সভাপতি সাধারণ সম্পাদকের উপর হামলা, কেন্দ্রীয় নেতাদের অশালীন ভাষায় গালাগাল দেয়ার কারণে তাদেরকে বহিস্কার করা হয়।

শুক্রবার (১৯ মার্চ)  যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক পত্রে এ বহিস্কারাদেশ দেয়া হয়।

বহিস্কৃতরা হলেন- বান্দরবান জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মো: কাশেম, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দীন মাসুম, সহ সাংগঠনিক সম্পাদক মো: শফি উল্লাহ, ও সদস্য মো: আনোয়ার হোসেন।

দপ্তর সম্পাদক স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, বিগত ১২ ই মার্চ সংগঠন বিরোধী কর্মকাণ্ডের প্রেক্ষিতে উল্লেখিত ৪ নেতাকর্মীর বিরুদ্ধে জারিকৃত কারণ দর্শানো নোটিশ দেয়া হয় এবং ১৯ মার্চ এর ভিতরে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়।

কিন্তু তারা কারণ দর্শনো নোটিশ আমলে না নিয়ে কোন প্রকার জবাব দেননি। তাই যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাদেরকে বহিস্কার করা হয়।

এ বিষয়ে বান্দরবান জেলা যুবদল সভাপতি হারুন অর রশিদ বলেন, কেন্দ্রীয় নেতাদের সামনে জেলার সভাপতি সেক্রেটারীর গায়ে হাত তোলা এবং কেন্দ্রীয় নেতাদের অশালীন ভাষায় গালাগালি দেয়ার কারণে তাদেরকে কেন্দ্র থেকে বহিস্কার করা হয়েছে। জেলা যুবদল থেকে বহিস্কার করার এখতিয়ার কেন্দ্রের রয়েছে। তারা এখন দলীয় কোন কর্মকান্ডে অংশগ্রহণ করতে পারবে না।

Exit mobile version