parbattanews

বান্দরবানে ঝিড়ি-ঝর্ণার পাথর উত্তোলন ও গাছ কাটা বন্ধে মানববন্ধন

পাহাড়ি ঝিড়ি-ঝর্ণার পাথর উত্তলন ও বনাঞ্চলের গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ডিসেম্বর) জেলা শহরের টংকাবতী ইউনিয়ের রমজু পাড়া এলাকায় এই মানববন্ধন আয়োজন করে ম্রো বাসিন্দারা।

ইয়াংঙান ম্রো’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিবেশ ও বন রক্ষা কমিটির সভাপতি জুমলিয়ান আমলাই, বাইট্টা পাড়ার কারবারি ইয়াং রিং ম্রো, রমজু পাড়ার কারবারি রেংলে ম্রো, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক বুদ্ধ জ্যোতি চাকমা, মং সানু মারমা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পাথর উত্তোলন ও পাচারের ফলে এলাকার পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। দিনদিন পানি শূন্য হয়ে পড়েছে চিম্বুক পাহাড়ের পাদদেশের পাড়াগুলো। অবিলম্বে পাথর উত্তোলন বন্ধ করা না হলে সামনে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, মো. জয়নাল, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোবারক, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মেনলে ম্রো রহিম কোম্পানিসহ অসাধু চোরাকারবারি’রা প্রতিনিয়ত এলাকা থেকে পাথর উত্তোলন করে পাচার করছে।

Exit mobile version