বান্দরবানে ট্রাক উল্টে বিজিবি সদস্যের মৃত্যু: আহত ৪

fec-image

বান্দরবান-কেরানীহাট সড়কে চাউল বোঝাই একটি ট্রাক উল্টে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরো চার বিজিবি সদস্য।

বুধবার (২৫মার্চ) বান্দরবান-কেরানীহাট সড়কের কসাইপাড়া নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহত বিজিবি সদস্যের নাম মোঃ আল আমিন (৪৫)। তিনি বিজিবির ৪০ব্যাটালিয়ানে কর্মরত সৈনিক ছিলেন।

এছাড়াও আহতরা হলেন, বিজিবির ৩৭ ব্যাটালিয়নের ল্যান্স নায়েক সাইফুল ইসলাম, ১২ ব্যাটালিয়নের সৈনিক মো. আসাদুজ্জামান, জমিরুল ইসলাম, রাঙ্গামাটি সেক্টরের সৈনিক মো.এখলাছ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে বান্দরবান-কেরানীহাট সড়কের কসাইপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, ভোর সাড়ে ৬টার দিকে বিজিবি সদস্যরা বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বিআরটিসি’র একটি খাদ্য বোঝাই ট্রাকে করে বান্দরবান আসছিল। পথে কসাই পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তারা গুরুতর আহত হন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহত, নিহত, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন