parbattanews

বান্দরবানে ট্রাক খাদে পড়ে শ্রমিকের মৃত্যু

বান্দরবান-কেরানীহাট সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি। সকালে টিটিসে এলাকা থেকে ছবিটি তোলা।

বান্দরবানের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে । এ ঘটনায় জয়নাল উদ্দিন (৩২) নামে আরো এক শ্রমিক গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার বান্দরবান-কেরানীহাট সড়কে টিটিসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আহম্মদ রশ্মিদ (৬০), তিনি পৌর শহরে কালাঘাটা এলাকায় আব্দুল হাকিমের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে ট্রাকে করে কয়েকজন শ্রমিক নিয়ে রেইছা দিকে যাচ্ছিলেন। টিটিসি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। ট্রাকে থাকা ষাট বছর বয়সের এক শ্রমিক নিহত হন। আহত হয় আরো কয়েকজন শ্রমিক। পরে দমকল কর্মীরা উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান।

আহত জয়নাল উদ্দিন জানান, সকালে ৭টার দিকে ৮ জন শ্রমিক ট্রাকে করে গোয়ালিয়ার দিকে কাজে যাচ্ছিলেন। টিটিসি এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিলে খাদে পড়ে যায়। অনান্য শ্রমিকরা সামান্য আঘাত পেয়েছে।

বান্দরবান সদর হাসপাতালে ইমার্জেন্সি চিকিৎসক ডা. মুজিব জানান, দুর্ঘটনার পর আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হয়েছেন।

বান্দরবান সদর থানা উপ-পরিচালক মিজান বলেন, নিহত ব্যক্তিকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ট্রাক চালক এখনো পলাতক রয়েছে।

Exit mobile version