parbattanews

বান্দরবানে ডাকাত-পুলিশ গুলি বিনিময়, আটক-১

2304131366718165Untitled-3

জমির উদ্দিন:

বান্দরবানের লামায় পুলিশের সঙ্গে ডাকাতের গুলি বিনিময় হয়েছে। গোলাগুলিতে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে আটক করেছে পুলিশ।

বান্দরবানের লামা-সুয়ালক সড়কে বৃহস্পতিবার রাতে ডাকাতিকালে এ ঘটনা ঘটে। এসময় কক্সবাজারের চকরিয়ার নুরুল হুদা (৩০) নামে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।
পরে শুক্রবার সকাল ৮টার দিকে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে  পুলিশ সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এক রাউন্ড তাজা গুলিসহ একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল ইসলাম জানান, রাতে ফাইতং মুখ এলাকায় ডাকাতির ঘটনার কথা শুনে গজালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. আমজাদ হোসেনসহ পুলিশ সদস্যরা যাত্রীবাহী গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা তাদের গাড়িতেও ডাকাতির চেষ্টা করে। এসময় ডাকাতরা পুলিশ চিনতে পেরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের গুলিতে আহত ডাকাত সদস্য নুরুল হুদাকে ছয় রাউন্ড গুলিসহ আটক করলেও অন্যরা পালিয়ে যায়।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জাহান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ ঘটনায় আটক ব্যাক্তির বিরুদ্দে অস্ত্র আইনে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

Exit mobile version