parbattanews

বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (৪ আগষ্ট) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন অলি-গলিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় এবং অভিযানে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আর্বজনা পরিস্কার করা হয়। এ সময় জেলা প্রশাসক বিভিন্ন হোটেল মোটেল পরিদর্শন করেন এবং রোগব্যাধি থেকে মুক্ত থাকতে সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমাসহ স্কাউট, পুলিশের সদস্য ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version