parbattanews

বান্দরবানে তঞ্চঙ্গ্যাদের নবান্ন উৎসব

বান্দরবানে মিত্তিনি পূজার মধ্যে দিয়ে শুরু হয়েছে পাহাড়ি বসবাসরত জনগোষ্ঠি তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নবান্ন উৎসব ‘নোয়া খানা’।

শুক্রবার সকালে বান্দরবান সদরের সিনিয়র পাড়ায় জুম ক্ষেতের মাঝখানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিয়ং ম্রোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম মোবাশ্বের হোসেন, সিভিল সার্জন ড. অং সুই প্রু প্রমুখ। অনুষ্ঠানে লক্ষী দেবীর পূজা, তঞ্চঙ্গ্যা গেঙ্গুলি গান, পাল্টা গান উবাগি পরিবেশন করা হয়।

Exit mobile version