parbattanews

বান্দরবানে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ‘পহ্ ফুরোক’ নাট্যমঞ্চায়ন

সমাজে মোবাইল আসক্ত, কুসংস্কার, বৈষম্যহীনতাসহ নানা জর্জরিত সমস্যা থেকে আলো ফুটিয়ে তুলতে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নাট্যমঞ্চায়ন ‘পহ্ ফুরোক’ (আলো ফুটুক) নাট্যমঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রেইছা সিনিয়র পাড়া বৌদ্ধ বিহার মিলনায়তনে ঘণ্টাব্যাপী এই নাট্যকার অনুষ্ঠিত হয়।

এসময় বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নাট্যমঞ্চায়ন ‘পহ্ ফুরোক’ (আলো ফুটুক) সাত দিনের প্রশিক্ষণ শেষে এই নাট্যকার উপস্থাপন করেন। প্রশিক্ষণে অংশ নেন ১৮ জন ছাত্র-ছাত্রী। ঘণ্টাব্যাপী পাহাড়ের বসবাসরত সমাজের বিভিন্ন সমস্যা সম্মুখীন হওয়ার পাশাপাশি সমাধানের বিষয়ে নাট্য মঞ্চায়নে মাধ্যমে ফুটিয়ে তোলেন প্রশিক্ষণার্থীরা।

বক্তব্যে প্রধান অতিথি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা বলেন, সমাজের সকল মানুষকে কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে এবং সচেতনতা বৃদ্ধি বাড়াতে হবে। যাতে বর্তমান সমাজের নতুন প্রজন্মরা নিজেদের সংস্কৃতি ফুটিয়ে তুলে আনতে পারে। এজন্য শিক্ষা ও সংস্কৃতিতে ব্যাপক প্রচার প্রয়োজন। তাই আগামীতেও সংস্কৃতির তুলে ধরতে প্রত্যেক এলাকায় উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের সহকারী পরিচালক লীলা মুরুং, প্রশিক্ষক ছোহ্রি মং মারমা, হ্লাশৈ মারমা, সিনিয়র পাড়া বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক সুশীল কুমার তঞ্চঙ্গ্যাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সবশেষে ১৮ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সদন পত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা।

Exit mobile version