parbattanews

বান্দরবানে তিনদিনব্যাপী একুশে বই মেলার উদ্বোধন

Bandarban Book Fair
মো. কামরান ফারুক, বান্দরবান থেকে:
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বান্দরবানে তিনদিন ব্যাপী একুশে বইমেলা উদ্বোধন হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুল আবছার, বান্দরবান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাসিক চিম্বুক সম্পাদক মো. বাদশা মিঞা মাষ্টারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের উদ্যোগে এবারের বইমেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় অর্ধ শতাধিক স্টল স্থান পেয়েছে।

পরে জেলা প্রশাসন চত্ত্বরের মেলা প্রাঙ্গনে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, বেতারসহ  জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গান, বিভিন্ন সম্প্রদায়ের নৃত্য, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

Exit mobile version