parbattanews

বান্দরবানে তিনদিনব্যাপী গঙ্গা পূজা উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবান হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব গঙ্গা পূজা অনুষ্ঠান উৎসব মূখর পরিবেশে সোমবার মধ্যরাত থেকে তিনদিন ব্যাপি শুরু হয়েছে। আশীর্বাদ সংঘের আয়োজনে গতকাল সোমবার থেকে তিনদিন ব্যাপী শহরের সাঙ্গু নদীর তীরে প্রথম বারের মতো গঙ্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

উক্ত উৎসবে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ভজন কীর্তন, গঙ্গা ও গৌর আরতি এবং মহা প্রসাদ বিতরণ করা হয়। এই সময় ধর্মানুরাগী ভক্তগন দেবীর পরিলক্ষিত হয়। দীর্ঘকাল থেকে থানছি উপজেলায় এই পূজার আয়োজন করা হলেও এই প্রথমবারের মতো জেলা শহরে উক্ত পূজার আয়োজন করা হয়েছে।

Exit mobile version