parbattanews

বান্দরবানে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কাউন্সিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

ত্রিপুরা ফোরাম বান্দরবান জেলা শাখার ৫ম কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ক্ষুদ্র নৃ-গাষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে সুকেন্দু ত্রিপুরা সভাপতি, শান্তি ত্রিপুরা সাধারণ সম্পাদক ও সমীরণ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

বান্দরবানে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি মাচং উইলিয়াম ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার রেজাউল মাসুদ, জেলা পরিষদ সদস্য সাদুরাম ত্রিপুরা মিল্টন, খুশি রায় ত্রিপুরা, রাফায়েল ত্রিপুরা প্রমূখ। কাউন্সিলে জেলার ৭টি উপজেলার ত্রিপুরা সম্প্রদায়ের শত শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জানা গেছে, কাউন্সিলরের মাধ্যমে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ছাড়াও উপজেলা কমিটি এবং লামা, নাইক্ষংছড়ি ও বান্দরবান কলেজ শাখা কমিটি গঠন করা হবে।

Exit mobile version