বান্দরবানে থানায় গণমাধ্যম কর্মীদের গণ জিডি

Bandarban pic-9.12

নিজস্ব প্রতিবেদক:
বৈশাখী টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি জহির রায়হানের হামলাকারীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। হামলার চার দিন অতিবাহিত হলেও এখনো এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। হামলার ঘটনায় থানায় মামলা না নেওয়ায় স্থানীয় সব সাংবাদিক জীবনের নিরাপত্তা দাবি করে থানায় গণজিডি করেছেন।
বান্দরবান প্রেস ক্লাব চত্বরে অবস্থান ধর্মঘট পালন শেষে সদর থানায় মঙ্গলবার সকাল ১১টায় জিডি করেন সাংবাদিকরা।

অবস্থান ধর্মঘট বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মো. ওসমান গণির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিনারুল হক, বুদ্ধজ্যোতি চাকমা, সেলিম চৌধুরী,ফরিদুল আলম, এস বাসু দাশ, উজ্জ্বল তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অংশ নেন।

অধ্যাপক মো. ওসমান গণি বলেন, শনিবার সাংবাদিক জহির রায়হানের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে আন্দোলনরত অন্য সংবাদকর্মীদের প্রকাশ্য হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তাই সকলে জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় গণজিডি করেছেন।
দিন দুপুরে প্রকাশ্য জহির রায়হানের ওপর হামলার চার দিন পার হলেও থানায় মামলা না নেওয়া পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন সাধারণ জনগণ।

এ ব্যপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, পুলিশ সুপার নির্দেশ দিলে মামলা নেওয়া হবে। বান্দরবানে জেলা আওয়ামীলীগের কিছু প্রভাবশালী নেতার সাথে রোহিঙ্গা জঙ্গি কানেকশন সংবাদ প্রকাশ করায় ৬ ডিসেম্বর সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে মাথায় মারাত্মকভাবে জখম করে জহির রায়হানকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন