parbattanews

বান্দরবানে দারিদ্র বিমোচনে অসচ্ছল পরিবারের মাঝে গাভী বিতরণ

বান্দরবানে দারিদ্র বিমোচনে পার্বত্য চট্টগ্রামে প্রত্যন্ত অঞ্চলে অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারী উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০টি গাভী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে রেইছা পরিষদ কার্যালয়ে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির উপস্থিতিতে বান্দরবান সদর উপজেলা রেইছা ইউনিয়নে টাইগার পাড়া, সিনিয়র পাড়া ও দাত ভাঙ্গা পাড়ায় গাভীগুলো বিতরণ করা হয়।

গাড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়নবোর্ডের কর্মকর্তা আশীস কুমার বড়ুয়া, উন্নয়নবোর্ডে প্রকল্প পরিচালক হানুরুল রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. শফিউল রহমান, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার কামরুজ্জামান , বান্দরবান উন্নয় বোর্ডের ইউনিট প্রধান ইয়াসির আরাফাতসহ আরও অনেকে।

এসময় মন্ত্রী বলেন, পাহাড়ি অঞ্চলের অসচ্ছল মানুষের দারিদ্র বিমোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের আওতাধীন এই গাভী বিতরণ করা হচ্ছে। যাতে পার্বত্য এলাকায় নরীরা স্বচ্ছল হতে পারে। তাই গাভীগুলোকে যত্ন করে ভাগ্য উন্নয়নে অগ্রশীল হওয়ার পরামর্শ প্রদান করেন।

Exit mobile version