parbattanews

বান্দরবানে দিনের বেলায় এডভোকেটের অফিস ভাংচুর, কাগজপত্র লুটপাট

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে দিনের বেলায় কে বা কারা আইনজীবি আবুল কালামের অফিস ভাংচুর ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। শনিবার সকাল ১১টা দিকে বান্দরবান বাজারের ফোরস্টার সংলগ্ন এড্যাভোকেট আবুল কালামের অফিস কক্ষে দরজার তালা ভেঙ্গে এঘটনা ঘটনায় দৃর্বৃত্তরা। এড্যাভোকেট আবুল কালামের সহকারী মোঃ রেজাউল কবির ও মোঃ আব্দুল্লাহ জানান, তারা সকাল ৮টায় সময় অফিসে আসেন এবং ৯টায় দিকে কোর্টে চলে যান। ১০টার সময় মামলা একটি কাগজ নিতে আবার অফিসে আসেন। এসময় অফিস কক্ষের তালা ভাঙ্গা দেখেন এবং অফিসের ভিতরের প্রবেশ করে দেখতে পান মামলা সকল কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। মামলা কাগজপত্র ভর্তি একটি ব্যাগও ভাঙ্গা দেখতে পান। তারা আরো জানান, কি কাজগপত্র দূর্বৃত্তরা নিয়ে গেছে এখানো বলা যাচ্ছে না। সকল কাজগপত্র যাচাই-বাচাই করার পর এবিষয়ে ধারণা পাওয়া যাবে বলে জানান। তবে তারা ধারণা করছে, কোন আসামী তার বিপক্ষের লোকজনের গুরুত্বপূর্ণ কাগজ ও জমির দলিলের জন্য এঘটনা গঠিয়েছে। তারা জানান বিষয়ে বান্দরবান থানায় তারা জিডি দায়ের করবেন।

Exit mobile version