parbattanews

বান্দরবানে দুইটি এসএমজি, আফিম ও সামরিক সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে দুইটি রাশিয়ান এসএমজি, তিনটি ম্যাগজিন, আফিম ও সামরিক সরঞ্জাম উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১১ মে) রাত তিনটার দিকে রুমা উপজেলার উত্তরে নিনঝিরি এলাকার একটি জমি ঘর থেকে এসব উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, পাহাড়ি একটি উপজাতি সন্ত্রাসী গোষ্ঠী এলাকায় সন্ত্রাস সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন মঙ্গলবার ভোর তিনটার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি করা শুরু করলে সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। এতে সন্ত্রাসীরা তাদের আস্তানা ছেড়ে চলে গেলে সেনাবাহিনী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুইটি রাশিয়ার তৈরি এসএমজি, তিনটি ম্যাগাজিন, ১২ রাউন্ড এসএমজির গুলি, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ছুরি, আফিম, সামরিক পোশাক সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে।

জানা গেছে, আসন্ন রুমা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় পরিস্থিতি ঘোলাটে করতে পাহাড়ের অস্ত্রধারী চাঁদাবাজ সন্ত্রাসীরা সক্রিয় হয়ে ওঠে।

রুমা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল জুবায়ের শফিক অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পাহাড়ি উপজাতি সন্ত্রাসীরা এলাকায় সন্ত্রাস সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও তাদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Exit mobile version