parbattanews

বান্দরবানে দুই দিনের ইজতেমা শুরু

নিজস্ব প্রতিবেদক:

তাবলিগ জামায়াতের উদ্যোগে শুক্রবার থেকে বান্দরবানে দুদিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। এতে জেলার বিভিন্ন স্থানের পাঁচ হাজারেও বেশি মুসল্লি অংশ নিয়েছেন। আগামীকাল ২২ নভেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা।

ইজতেমা উপলক্ষে বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের মাঠে মুসল্লিরা সমবেত হয়েছেন। দেশের খ্যাতিনামা ওলামাগন সকাল থেকে মুসল্লিদের উদ্দেশ্য বয়ান করে যাচ্ছেন। বিভিন্ন এলাকার জন্য আলাদা আলাদা ক্যাম্প স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থা সম্পন্ন করেছে জেলা ও পুলিশ প্রশাসন।

জেলা তাবলীগ জামায়াতের ইজতেমা পরিচালনা কমিটির সদস্য হাফেজ জাকারিয়া জানান, বান্দরবান, চট্টগ্রাম,সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়াসহ পাশ্ববর্তী এলাকা থেকে আলেম-ওলামা ও মুসল্লিরা ইজতেমায় অংশ গ্রহণ করেছেন।

এদিকে ইজতেমার আইন-শৃংখলা রক্ষা এবং মুসল্লিদের সার্বিক নিরাপত্তার লক্ষে ইজতেমা স্থলে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে।

Exit mobile version