parbattanews

বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী প্রদান

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করেছে বান্দরবানের সেনা জোন।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজার মাঠে কেন্দ্রীয় পূজা মন্দির কমিটির হাতে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী তুলে দেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি।

এর আগে তিনি জেলা শহরে ১২টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কেন্দ্রীয় দুর্গােৎসবের আয়োজকদের মাঝে নগদ ২৫ হাজার টাকা ও ১১টি পূজা মন্ডপে নগদ ১০ হাজার করে টাকা, কেক ও ফলের উপঢৌকন প্রদান করেন প্রধান অতিথি।

সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী তথা বান্দরবান সেনা জোন তার দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ি জনপদে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই একযোগে সম্প্রীতির বন্ধনকে অটুট রাখার জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

Exit mobile version