parbattanews

বান্দরবানে দেশীয় বন্দুকসহ যুবক আটক

বান্দরবানের লামায় চাঁদা আদায়কালে দেশীয় তৈরি বন্দুকসহ জুয়েল ত্রিপুরা (২৮) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। তবে এই ঘটনায় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাথে থাকা অন্য দুই জন পালিয়ে যায়।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি নাইক্ষ্যংমুখ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জুয়েল ত্রিপুরা (২৮) গজালিয়া ইউনিয়নের লুলাইং গ্রামে অনজাহা ত্রিপুরার ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বন্দুকের ভয় দেখিয়ে উপজেলার নাইক্ষংমুখ এলাকার স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। বিকালের দিকে জুয়েল ত্রিপুরাসহ আরও দুই জন সংঘবদ্ধ হয়ে চাঁদা আদায়কালে সেনাবাহিনীর একটি টহল দল দেশীয় অস্ত্রসহ জুয়েল ত্রিপুরাকে আটক করে। পরে আটককৃত জুয়েল ত্রিপুরাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার হয়েছে।

Exit mobile version