parbattanews

বান্দরবানে দেড় কোটি টাকার তিনটি উন্নয়ন কাজের উদ্বোধন করে বীর বাহাদুর

bandarban-mp-pic-26-11

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানে সড়ক’সহ দেড় কোটি টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন কাজের শনিবার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

জানা যায়, পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে উদ্বোধন করা হয়েছে ৮০ লক্ষ টাকা ব্যয়ে বননিবাস থেকে হাতিভাঙ্গা পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক নির্মাণ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৫ লক্ষ টাকা ব্যয়ে কালেক্টরেট স্কুলের লাইব্রেরী কাম কমন রুম ভবন নির্মাণ এবং ২৫ লক্ষ টাকা ব্যয়ে থোয়াইংগ্যপাড়া বৌদ্ধ বিহারের সীমানা প্রাচীর ও সংযোগ সড়ক নির্মাণ।

এ সময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পুলিশ সুপার সঞ্জিব কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, বান্দরবান পাবত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ প্রমূখ উপস্থিত ছিলেন।

Exit mobile version