বান্দরবানে নওমুসলিম ইমাম হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির

fec-image

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সম্প্রতি জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীদের হাতে নওমুসলিম ইমাম ওমর ফারুক ত্রিপুরাকে নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও বিশ্ব মুসলিম পরিষদের চেয়ারম্যান মাওলানা একেএম আশরাফুল এক বিবৃতিতে বলেন, দুঃখজনকভাবে আজ পার্বত্য চট্টগ্রামের মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা নিজগৃহে আজ পরবাসী। মুসলিম জনগোষ্ঠীসহ বাঙালিদের জান-মাল, ইজ্জত-আবরু চরম শঙ্কায় রয়েছে। পাহাড়ি সন্ত্রাসীদের উৎপাতে পার্বত্যাঞ্চল আজ সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

তিনি বলেন, পার্বত্যাঞ্চলের প্রশাসনকে ব্যর্থ করতে এবং দেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন করতে সন্ত্রাসী জেএসএস কাজ করছে। তিনি অনতিবিলম্বে ইমাম ওমর ফারুক ত্রিপুরার খুনীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইমাম, নেজামে ইসলাম, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন