parbattanews

বান্দরবানে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

পার্বত্য জেলা বান্দরবানে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শােক দিবস।

শনিবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।

এরপর বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ এলাকায় দিবসটি উপলক্ষ্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবীসহ বিভিন্ন অংগসংগঠন, সামাজিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করা হয়।

এছাড়া বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে নানা কর্মসূচী পালন করছে।

জেলা আওয়ামী লীগের পক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া কোরআন খতম, কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রসার করা হচ্ছে।

Exit mobile version