parbattanews

বান্দরবানে নানা আয়োজনে জাতীয় পাট দিবস পালিত

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ এবং পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের উদ্যোগে ‘সোনালী আশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’ শ্লোগান ও ‘বহুমুখী পাট পণ্য উৎপাদন ও ব্যবহারেই দেশের সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (৬ মার্চ) সকাল থেকে দিনব্যাপী জেলা পরিষদ চত্ত্বরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, সহকারী পুলিশ সুপার মো. রেজাউল হক, চট্টগ্রাম অঞ্চলের পাট কর্মকর্তা পার্থ সারথী মুৎসুদ্দীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version