parbattanews

বান্দরবানে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন

পার্বত্য জেলা বান্দরবানে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।

দিবসটির শুরুতে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

এসময় জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পার্বত্য জেলা পরিষদ: সকালে জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধু পাঠাগারের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া জেলা পরিষদ দিবসটি উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, পরিছন্নতা অভিযান সহ নানা আয়োজন হাতে নেয়।

এলজিইডি: অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরেও কেক কেটে জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। এসময় বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী নাজমুস সাহাদাত মোঃ জিললুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দীনসহ বিভিন্ন কর্মকর্তা ও ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

বান্দরবান বিশ্ববিদ্যালয়: যথাযোগ্য মর্যাদায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীযয় শিশু দিবস ২০২০ উদযাপিত হয়েছে। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ডক্টর এ. এফ ইমাম আলির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিে শ্রদ্ধা জানায়।

এরপর সকাল ১১টায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল আবছার এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর ডেপুটি ডিরেক্টর ডাক্তার অং চালু উপস্থিত ছিলেন।

Exit mobile version