parbattanews

বান্দরবানে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Bandarban pic-1.4.2016
স্টাফ রিপোর্টার :
নারীদের স্বাবলম্বী করতে বান্দরবানে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি নারী উদ্দ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ করেন।

এসময় উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, বান্দরবান জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তংচংঙ্গ্যা, সিং ইয়ং ম্রো, ফিলিপ ত্রিপুরা, তিংতিং ম্যা, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জহুরা বেগম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বীর বাহাদুর বলেন, পাহড়ে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে নানা উদ্যাগ গ্রহণ করেছে। প্রশিক্ষন প্রাপ্ত নারীরা সেলাই মেশিন দিয়ে পরিবারের ভরণ পোষন ও ছেলে মেয়েদের শিক্ষা গ্রহণের ভূমিকা রাখতে পারে। কিন্তু কিছু নারী অল্প টাকায় সেলাই মেশিন বিক্রি করে দেয়। এটা অত্যন্ত দুঃখজনক।

প্রসঙ্গত, সমন্বিত পাহাড়ী খামার উন্নয়ন প্রকল্প ২য় পর্যায় এর আওতায় ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে রোয়াংছড়ি ২০ নারী উদ্যোক্তাকে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

Exit mobile version