parbattanews

বান্দরবানে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিদের এককালীন অনুদানের চেক বিতরণ

৩০ জন প্রতিবন্ধিদের প্রত্যেককে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়

নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধি (এনডিডি) ব্যক্তিদের এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিল্টন মুহুরীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনুসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও প্রতিবন্ধি নারী পুরুষরা।

এ সময় জেলা প্রশাসক বলেন, আমাদের সকলকেই আল্লাহপাক সৃষ্টি করেছেন। এর মধ্যে একেক জনকে একেকভাবে সৃস্টি করেছেন। এর মধ্যে অনেকে সুস্থ ও অনেকে প্রতিবন্ধি হয়। তিনি বলেন, প্রতিবন্ধি বা স্বাভাবিক যাই হোকনা কেন, তাদের সকলের প্রতি যত্মশীল হতে হবে। তিনি বলেন, প্রতিবন্ধীরাও বর্তমানে সাধারণ ছেলে মেয়েদের মত লেখাপড়া ও সকল কাজে এগিয়ে যাচ্ছে। এ সময় তিনি অন্য সকল শিশুদের মত প্রতিবন্ধী শিশুদের প্রতিও বিশেষ নজর রাখার আহবান জানান।

বান্দরবান জেলার মোট ৩০ জন প্রতিবন্ধিদের প্রত্যেককে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

Exit mobile version