parbattanews

বান্দরবানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে নামিয়ে আনার দাবিতে মানববন্ধন

বান্দরবানের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে নামিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে মরহুম আলী মিয়া কবিরাজ স্মৃতি সংসদ।

শুক্রবার বিকালে মরহুম আলী মিয়া কবিরাজ স্মৃতি সংসদের আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মরহুম আলী মিয়া কবিরাজ স্মৃতি সংসদের সভাপতি মো. আসিফ ইকবাল এর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মরহুম আলী মিয়া কবিরাজ সংসদের সাধারণ সম্পাদক আল জাওয়াদ সাফি সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, দিন দিন জিনিসপত্রের লাগামহীন বৃদ্ধিতে সাধারণ মানুষজন খুবই কষ্টে পড়ে গেছে। তাই মূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হলে সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে তারা দুই মুঠো ভাত ভালো করে খেতে পারবে। কিন্তু বর্তমানে যে বাজার পরিস্থিতি তাতে সারাদিন কষ্ট করেন যে অর্থ পায় সম্পূর্ণ অর্থ দব্য মূল্যের পিছনে খরচ হয়ে যায় সঞ্চয় করার মত আর কোন কিছু বাকি থাকে না। তাই দব্য মূল্য নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষকে তাদের সাধ্যের মধ্যে সবকিছু কেনার ব্যবস্থা করে দিলে সাধারণ মানুষজন অনেক উপকৃত হতো।

Exit mobile version