parbattanews

বান্দরবানে নিরাপদ সবজি উৎপাদনের মাঠ দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

বান্দরবানের রেইছা বাজারে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনে এবং কুমড়া জাতীয় সবজির মাছি পোকা দমনে সেক্স ফেরোমণ ফাঁদ ব্যবহারের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এনএটিপি প্রকল্পের আওতায় সোমবার সকালে এই  মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক কৃষিবিদ আলতাফ হোসেন।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওমর ফারুক, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নুরন্নবীসহ কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ আলতাফ হোসেন বলেন, বর্তমান সরকারের উদ্দেশ্য হচ্ছে নিরাপদ পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাবার উৎপাদন, যাতে কৃষকের পুষ্টি চাহিদা নিরুপন হয় এবং নিরাপদ উৎপাদিত পণ্য যেন বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন হয়, আর মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা এ বিষয়ে তৎপর রয়েছে।

Exit mobile version