parbattanews

বান্দরবানে নির্মাণাধীন ভবন ধস

জমির উদ্দিন, বান্দরবান :

বান্দরবানে নির্মাণধীন ভবন ধসে পড়েছে। রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কেচিংঘাটার জালালাবাদ পাড়ায় এঘটনা ঘটে। তবে ভবনে ধসের ফলে কেউ হতাহত হয়নি।
ভবনের মালিক মো. ই্উছুপ জানান, ৭-৮ মাস আগে ১৮-৩২ ফুট দৈর্ঘ্যের ঘর নির্মাণের কাজ শরু করেছিলেন তিনি। কয়েকদিন টানা ভারী বর্ষণের ফলে শনিবার ফাটল দেখা দেয়। রবিবার বিকালের দিকে বিকট শব্দে এক পাশে ছয়টি পিলারসহ ভিম ধসে পড়ে। ঘর নির্মাণে পৌর কতৃপক্ষের কাছ থেকে কোন অনুমতি নেয়া হয়নি বলেও জানান তিনি।

সরজমিনে পরিদর্শনে দেখা যায়, জালালাবাদ এলাকায় ইউছুপের নির্মাণাধীন ভবনটি পিলার ও ভিমসহ ধসে পড়েছে। পাহাড়ের পাদদেশে নরম মাটিতে ভবনটি নির্মাণ করায় এটি ধসে পড়ে বলে ধারণা করা হচ্ছে। ভবনটির ছাদ নির্মাণের জন্য রড়-সিমেন্ট মওজুদ করা হয়েছে। পাশে আরও একটি পাকা ভবন ঝুকির মধ্যে রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, ঝিড়ি দখল করে অপরিকল্পিভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় ভবনটি নির্মাণ করায় এধসের ঘটনাটি ঘটেছে।

Exit mobile version