parbattanews

বান্দরবানে পরিবহণ ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক:
পাঁচ দফা দাবিতে বান্দরবান পার্বত্য জেলায় পরিবহণ ধর্মঘট চলছে। চরম ভোগান্তিতে পড়তে হয়েছে স্থানীয়দের পাশাপশি পর্যটকরা। রোববার ভোর ৬টায় ধর্মঘট শুরু হয়ে চলবে আজ সোমবার ভোর ৬টা পর্যন্ত চলবে।

বিআরটিএ এর দুর্নীতি, সড়কে পুলিশি হয়রানি, চাঁদাবাজি বন্ধসহ পাঁচ দফা দাবি আদায়ে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দেয়।

ধর্মঘটের কারণে বান্দরবানে সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটির কোনো দুর পাল্লার যানবাহন ছেড়ে যায়নি এবং জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতেও কোন যানবাহন চলাচল করেনি।

পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে অন্যদিকে বান্দরবানে আটকা পড়েছে শত শত পর্যটক।

Exit mobile version