parbattanews

বান্দরবানে পার্বত্য উন্নয়ন বোর্ডের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

বান্দরবানে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শনিবার (৫ জুন) সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুলতানপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বলেন, পার্বত্য এলাকার বেশিরভাগ গ্রামে শহরের মত বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে এবং আগামীতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে পার্বত্য এলাকাকে আধুনিককরণ করা হবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত সুলতানপুর জামে মসজিদের উদ্বোধন ও ৪০ লক্ষ টাকা ব্যয়ে মাদ্রাসার ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশীষ কুমার বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুছ ফরাজী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নিবার্হী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ উপস্থিত ছিলেন।

Exit mobile version