parbattanews

বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদের স্মারকলিপি প্রদান

IMG_11212013_102650
নিজস্ব প্রতিনিধি, বান্দরবান থেকে:

উপজাতীয় সন্ত্রাসীদের অব্যাহত খুন, চাঁদাবাজি, জবরদখল ও সম্প্রতি লামা উপজেলায় বাঙালি কৃষককে হত্যার প্রতিবাদে বান্দরবানে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য নাগরিক পরিষদ, বান্দরবান জেলা শাখা।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০ টায় বান্দরবান প্রেসক্লাব চত্ত্বরে পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদ নেতা ফরিদ উদ্দীন, মোস্তাফিজুর রহমান রাসেল, সাংবাদিক আবদুল মালেক প্রমুখ।

এসময় জনতার উদ্দেশ্যে স্মারকলিপি পাঠ করে শোনান পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি মোঃ আতিকুর রহমান।

পরে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পার্বত্য নাগরিক পরিষদের নেতৃবৃন্দ স্বারকলিপিটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানান। এছাড়া ঘটনার প্রকৃত দোষীদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান পার্বত্য নাগরিক পরিষদের নেতৃবৃন্দরা।

উল্লেখ্য ভূমি বিরোধকে কেন্দ্র করে গত ১৯ নভেম্বর লামায় উপজেলায় আবুল কালাম নামে এক কৃষককে নৃসংশ ভাবে হত্যা করে উপজাতি সন্ত্রাসীরা।

Exit mobile version