parbattanews

বান্দরবানে পালিত হচ্ছে বড়দিন

২৫ ডিসেম্বর রাতে প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন শুরু হয়

খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হচ্ছে বান্দরবানে। বড়দিন উপলক্ষে ব্যাপটিস্ট চার্চ এবং ক্যাথলিক চার্চগুলো বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। আলপনা আঁকা, যিশু জন্ম দৃশ্য, বৃক্ষসহ বড়দিন উদযাপনের নানা সামগ্রী তৈরি করা হয়েছে।

২৫ ডিসেম্বর রাতে প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন শুরু হয়। বড় দিনকে ঘিরে বুধবার সকাল থেকে জেলা সদরে ব্যাপটিস্ট গীর্জা ও ফাতেমা রানী ক্যাথলিক গীর্জায় আয়োজন করা হয় সমবেত প্রার্থনা। এখানে উপস্থিত শিশু নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনার মিলিত হয়ে আগামী দিনের অনাগত সুখের জন্য বিশেষ প্রার্থনা করে। বড়দিনের উৎসবে সকলের সম্মিলিত উপাসানলয় থেকে বিশ্ববাসীর জন্য শান্তি প্রার্থনা করা হয়।

Exit mobile version