parbattanews

বান্দরবানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরদের কর্মবিরতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বান্দরবানের দুইটি পৌর সভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে পৌরসভার সকল বিভাগের কাজকর্ম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সেবাপ্রার্থী পৌর বাসীর জনগণ

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবানের দুইটি পৌর সভার কর্মকর্তা-কর্মচারীদের দুইদিনের পূর্ণদিবস কর্মবিরতি চলছে। এতে পৌরসভার সকল বিভাগের কাজকর্ম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সেবাপ্রার্থী পৌর বাসীর জনগণ।

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে সোমবার সকাল থেকে দুই দিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেন জেলার দুইটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।এতে অচল হয়ে পড়েছে পৌর সভার সকল কার্যক্রম।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন বান্দরবান জেলা শাখার নেতৃবৃন্দ জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলতে থাকবে।একই দাবিতে লামা পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসুচী পালন করছে। এই কর্মবিরতি চলবে আগামী কাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত।

এদিকে কর্মবিরতিতে অংশ নেয় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের বান্দরবান জেলা শাখার সভাপতি মং শৈ খৈ মারমাসহ সভাপতি মো: তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো: হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দরা।

Exit mobile version