parbattanews

বান্দরবানে পৌর পানি সরবরাহের বুস্টিং পাম্প হাউজ উদ্বোধন করলেন বীর বাহাদুর

DSC0

জেলা প্রতিনিধি, বান্দরবান :

বান্দরবান সদরে পৌর পানি সরবরাহের বুস্টিং পাম্প হাউজ উদ্বোধন করা হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়ন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর তত্ত্বাবধানে অর্ধ কোটি টাকা ব্যয়ে রোয়াংছড়ি বাস স্টেশন এলাকায় এ পাম্প হাউজটি নির্মাণ করা হয়।

রবিবার বেলা ১১ টায় নব নির্মিত পাম্প হাউজটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বান্দরবান জেলা প্রশাসক কে. এম. তারিকুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মো. মজিবর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান পৌর পানি সরবরাহের উপ-সহকারী প্রকৌশলী মো. মনজেল হোসেন প্রমুখ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব হোসেন বলেন, বান্দরবান জেলা ও সকল উপজেলা হেডকোয়ার্টারের পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় অর্ধ কোটি টাকা ব্যয়ে এ বুস্টার পাম্প হাউজ নির্মাণের ফলে বান্দরবানে নিরাপদ পানি সরবরাহের কভারেজ ৪০.০০% হতে ৭০.০ % এ উন্নীত হবে। এতে বান্দরবান সদরের পৌর এলাকায় দীর্ঘদিনের পানির সংকট নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Exit mobile version