parbattanews

বান্দরবানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন শ্রীমঙ্গল

Bandarban dc-pic 5.6.2016
স্টাফ রিপোর্টার :
বান্দরবান বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে বান্দরবান জেলা ফুটবল খেলোয়াড় সমিতিকে পরাজিত করে ফুটবল একাডেমি শ্রীমঙ্গল শিরোপা লাভ করে।

খেলার প্রথমার্ধে গোল শূন্য হলেও দ্বিতীয়ার্ধে ২ মিনিটের মাথায় ফুটবল একাডেমি শ্রীমঙ্গলের খোলয়োড় ৪ নম্বর জার্সিধারী বিদেশি খেলোয়াড় সামির গোলে এগিয়ে যায়। খেলায় সমতা আনতে মরিয়া হয়ে বান্দরবান জেলা ফুটবল খেলোয়াড় ২০ নম্বর জার্সি পরিহিতের একক প্রচেষ্টার গোলে খেলায় সমতা আসে।

নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় অতিরিক্ত ১৪ মিনিট খেলা হয়। অতিরিক্ত সময়েও কোন গোল না হওয়ায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৫/৪ গোলে ফুটবল একাডেমী শ্রীমঙ্গল জল লাভ করে শিরোপা অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. ফখরুল আহসান পিএসসি বিজয়ীদলকে শিরোপা তুলে দেন। জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু জাফর ,পৌর মেয়র ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম বেবীসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বান্দরবান জেলা ফুটবল খেলোয়াড় সমিতির সোহেল। সেরা দল নির্বাচিত হয় পটিয়া ফুটবল একাডেমি। শিরোপা অর্জনকারী ফুটবল একাডেমী শ্রীমঙ্গলকে একলক্ষ টাকা, বান্দরবান জেলা ফুটবল খেলোয়াড় সমিতিকে পঞ্চাশ হাজার টাকা দেয়া হয়। টুর্নামেন্টে মোট দশটি দল অংশ নেয়।

Exit mobile version