parbattanews

বান্দরবানে বছরের প্রথম দিনে বই পাবে শিক্ষার্থীরা

 

স্টাফ রিপোর্টার :

বান্দরবনে নতুন বই চলে  এসেছে, ২০১৪ সালের বছরের প্রথম দিনেই মোকলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং কর্মকর্তা আব্দুর রশিদ। তিনি জানান, অবরোধের অনেক আগেই প্রাথমিক স্থরের সব ধরনের বই বিভিন্ন উপজেলা থেকে স্কুল পর্যায়ে পৌঁছানো হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই শিক্ষার্থীদের হাতে দেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানান যায়, জেলার সরকারী, বেসরকারী, এনজিওসহ সব ধরনের প্রাথমিক স্থরের বিদ্যালয়গুলোতে ৩লক্ষ ৮১ হাজার ৫৬১টি বই স্কুল পর্যায়ে পৌঁছানো হয়েছে। বান্দরবান সদর উপজেলায় ৯৩হাজার ৩০০টি, রুমা উপজেলায় ৩০ হাজার ৮শত ১০টি, রোয়াংছড়ি  ৩০হাজার ৯০টি, লামা উপজেলায় ১ লক্ষ ৫১ হাজার ১৭০টি, থানছি উপজেলায় ২২হাজার ৫শত ৭২টি, আলীকদম উপজেলায় ৫৩ হাজার ৬শত ১৯টি বই স্কুল পর্য়ায়ে পৌঁছানো হয়েছে।

Exit mobile version