parbattanews

বান্দরবানে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৩

বান্দরবানে বজ্রপাতে পাইসা মং মারমা(৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (১৪ জুন) সদর উপজেলার কূহালং ইউনিয়নের বাকি ছড়া তালির আমবাগান এলাকা ও রোয়াংছড়ির ৪ নম্বর নোয়াপতং এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। পাইসা মং মারমা ওই এলাকার সুইচা উ মারমার ছেলে।

আহতরা হলেন- খিলু অং মারমার স্ত্রী উমেচিং মারমা(৫৩), লুপ্রু মং মারমার স্ত্রী মাসাপ্রু মারমা(৫০), মং এ চিং মারমার স্ত্রী হ্লাউচিং মারমা(৩৫)।

স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে ঝড়ো বাতাসসহ বৃষ্টিপাত হয়। এসময় বাড়ির পাশের সেগুন গাছের নিচে পাইসা মং মারমা দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।

অপরদিকে সকালে রোয়াংছড়ির পূর্ব বাঘমারা পাড়ার বাসিন্দা উমেচিং মারমা, মাসাপ্রু মারমা ও হ্লাউ চিং মারমা বাড়ির পাশে দল বেধে গরু চরাতে যান। দুপুরে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে পাহাড়ে গাছের নিছে আশ্রয় নেন। এসময় বজ্রপাত হলে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বজ্রপাতে পাইসা মং মারমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মারমা ও ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. আবুল কালাম।

বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক মুজিবুল হক জানান, বজ্রপাতে আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে উমেচিং মারমার অবস্থা আশঙ্কাজনক।

Exit mobile version