parbattanews

বান্দরবানে বজ্রপাতে ২ জনের মৃত্যু

বান্দরবানের লামায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) গভীর রাতে ফাইতং ইউনিয়নের বাঙালি পাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন,  মো. এনাম (৫০) ও শহিদুল ইসলাম (২২)। এছাড়াও বজ্রপাতে দুই কৃষকের ৪টি গরু মারা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো ফাইতং ইউনিয়নের বাঙালি পাড়ার এনাম ও শহিদুল জমির ফসল পাহাড়া দেওয়ার জন্য গাছের ওপর মাচাং ঘরে ঘুমাচ্ছিলেন।

সোমবার গভীর রাতে ওই এলাকায় প্রবল বর্ষণ ও বজ্রপাত হয়। সকালে তারা বাড়ি না আসায় পরিবারের লোকজন তাদের ডাকতে গেলে মাচাং ঘরে তাদের মৃত পড়ে থাকতে দেখা যায়।

ফাইতং ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, ফাইতং ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাঙ্গালি পাড়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা বাগানে গাছের ওপর পাহারা টং ঘরে ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার রাতে প্রচণ্ড বজ্রপাত হয়। রাতের কোনো একসময় তাদের মৃত্যু হয়েছে।

এদিকে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় বজ্রপাতে দরিদ্র দুই কৃষকের চারটি গরু মারা যায়। গরুর মালিক বাসু কুমার দে বলেন, রাতে গরুগুলো গোয়ালে বাঁধা ছিল। রাতে প্রচুর বজ্রপাত হয়। সকালে ঘুম থেকে উঠে দেখি গরু তিনটি মরে পড়ে আছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর বলেন, বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। নিহত দুইজন ফাইতং ইউনিয়নের বাসিন্দা। এছাড়াও দুই কৃষকের ৪টি গরু মারা গেছে।

Exit mobile version