parbattanews

বান্দরবানে বনের কাঠ পোড়ানোর দায়ে ইটভাটাকে জরিমানা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দিনব্যাপী ঘুমধুম ইউনিয়নের ইটভাটায় অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামশুদ্দীন মো. রেজা।

অভিযানে বিবিএম ইটভাটার ম্যানেজার ফারহান উদ্দিন নামের এক যুবককে আটক করা হয়েছে। সে কক্সবাজার জেলার উখিয়া দরগাহবিল এলাকার বাসিন্দা।

সহকারী কমিশনার (ভূমি) শামশুদ্দীন জানান, বিভিন্ন এলাকায় অনুমোদন বিহীনভাবে গড়ে ওঠা কয়েকটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন। ইটভাটার গুলোতে বনের কাঠ জ্বালানি হিসেবে পোড়ানোসহ বিভিন্ন অপরাধে বিবিএম ব্রিকসের ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, পরিবেশ সুরক্ষার স্বার্থে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান।

Exit mobile version