parbattanews

বান্দরবানে বন্দুকযুদ্ধে নিহত জ্ঞান শঙ্কর চাকমার দাহ ক্রিয়া রাংঙামাটিতে

স্টাফ রিপোর্টার:
বান্দরবানে নিরাপত্তাবাহিনীর সাথে গোলাগুলিতে নিহত জেএসএসের চীফ কালেক্টর জ্ঞান শংকর চাকমার দাহ ক্রিয়া বৃহস্পতিবার বিকালে সম্পন্ন হয়েছে। দাহ ক্রিয়ায় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাঙামাটি অঞ্চলের চীফ কালেক্টর জ্ঞান শংকর চাকমা আঞ্চলিক দল জেএসএসের হয়ে বিভিন্ন ঠিকাদারি কাজ, রাস্তা ঘাট, অবকাঠামো নির্মাণসহ ব্যবসা বাণিজ্য সবক্ষেত্রে চাঁদা উত্তোলন করতেন। তার চাঁদাবাজিতে ব্যবসায়ীসহ সাধারন মানুষ অতিষ্ঠ ছিল।

মায়ানমার থেকে অস্ত্র সংগ্রহ শেষে বান্দরবান দিয়ে ফেরার সময় বুধবার নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর ও র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা যায় চীফ কালেক্টর জ্ঞান শংকর চাকমা।

বান্দরবান জেনারেল হাসপাতালে লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হলে স্বজনরা লাশ নিয়ে রাঙামাটি ফিরেন। রাঙামাটি সদরের রাঙাপানি এলাকায় নিজ বাসভবনের সামনে দাহ করা হয় জ্ঞান শংকর চাকমাকে। এসময় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনিসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version