parbattanews

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণ

Bandarban mp pic-8.8

স্টাফ রিপোর্টার:
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন বীজ বিতরণ করা হয়েছে। শনিবার জেলা পরিষদ চত্ত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন বীজ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

জেলা পরিষদের ব্যবস্থাপনায় বিতরণী অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, মূখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন, কৃষি বিভাগের উপ-পরিচালক আলতাফ হোসেন, জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু, লক্ষি পদ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

বীর বাহাদুর বলেন, এবছরে জেলায় পর পর তিনবার বন্যায় কৃষকের জমি আমন বীজ তলার ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা বাঁচলে আমরা বাঁচব। কৃষকরা দেশের অর্থনীতির মেরুদণ্ড। বন্যা কৃষকদের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে সরকার তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, এবারের বন্যায় জেলার রাস্তাঘাট, ব্রীজ কালভার্টের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী সরাসরি সব কিছুর তদারকি করছেন। এছাড়া বান্দরবানকে কৃষি নির্ভর জেলা করতে কৃষিবিদদের প্রসংসা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

কৃষি বিভাগের উপ-পরিচালক আলতাফ হোসেন বলেন, জেলায় ৫৭ হাজার কৃষকের মধ্য প্রায় সাড়ে পাঁচ হাজার কৃষকের আমন ধানের বীজতলা ও জমির ক্ষতিগ্রস্ত হয়েছে। সদর উপজেলায় এবার ৪০জন কৃষককে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। পর্যায় ক্রমে অন্যান্যদেরও বীজসহ বিভিন্ন ধরণের সহায়তা করা হবে।

পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পার্বত্য এলাকায় ইক্ষু গবেষণা ও উন্নয়ন জোরদার প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপে যোগদেন।

Exit mobile version