parbattanews

বান্দরবানে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আসারতলী সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে শুক্রবার রাতে ঘটনাস্থলেই এক কৃষকের মৃত্যু বরণ করে।

স্থানীয় সূত্রগুলো জানায়, শুক্রবার গভীর রাতে বন্য হাতির দল প্রধান ঝিড়ি এলাকার ধান ক্ষেতে নেমে পাকা ফসল নষ্ট করার সময় আশপাশের কৃষকেরা তাদের তাড়া করে। এ সময় ক্ষিপ্ত হাতির দল নুরুল ইসলাম (৫৬) নামের বৃদ্ধ কৃষককে নাগালের মধ্যে পেয়ে তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দেয় এবং পরে পা দিয়ে তার দেহ থেতলে দেয়।

সূত্র জানায়, কৃষককে মেরে ক্ষিপ্ত হাতির দল সীমান্তের ওপাড়ে মায়ানমারের পাহাড়ি গভীর জঙ্গলে ফিরে যায়। শনিবার সকালে স্থানীয় লোকজন নিহত কৃষক নুরুল ইসলামের মৃত দেহ উদ্ধার করে। নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

স্থানীয় সূত্র জানায়, গত ১ বছরে নাইক্ষংছড়ি এলাকায় বন্য হাতির আক্রমনে ৬ জনের মৃত্যু ঘটেছে।

Exit mobile version